প্রকৃষ্ট নন্দিনী
- রবিউল ইসলাম রাতুল

স্বপ্ন থেকে সত্যের প্রহরে
ডুবে যেতে চাই তোমারই আঁখিতে,
তোমার ঐ রেশমী কেশের নগরে
বিমোহিত আমি,পলকহীন আমি,তোমায় দেখিতে!

পাপড়ি ন্যায় উষ্ঠ যুগল
হস্তের মসৃণ রেখা গুলো সবে,
কল্পনা ভোলানো হাসির আদলে
আমি তোমার হয়ে থাকতে চাই যুগে যুগে।

ওহে অন্তরের প্রকৃষ্ট নন্দিনী
চিত্তের হিল্লোলরা করছে তালাশ,
আর কয়েকটা তোমার গুণের বাণী
যেথায় আসবে,হবে পূর্ণতা চাক্ষুষের দেখার অভিলাষ।

তোমারই মধুর কন্ঠের ধুন
তোমারই নাকের বারি কণা সবে,
আমায় করবে মত্ত,আহামরি সব গুণ
তোমায় দিদার করা আকাঙ্ক্ষা,পূর্ণতা পাবে কবে?

তুমি কি চন্দ্রিমা?নাকি নক্ষত্র?
নাকি প্রশান্ত মহাসাগরের গভীরতা?
যে তোমরা ধরা পাওয়ার জন্য সব ধান্দা
প্রাপ্তি না পেলে কি,বেহুদা যাবে সমগ্র বৃথা?


১০-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।